সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুর গুজব, যা বলল পরিবার

ফরিদা পারভীন । সংগৃহীত ছবি

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনির রোগ, শ্বাসকষ্টজনিত রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। সম্প্রতি সামাজিকমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্তরা।

ফরিদা পারভীনের সর্বশেষ শারীরিক অবস্থা জানতে তার পরিবারের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি স্টার।

কণ্ঠশিল্পীর স্বামী গাজী আব্দুল হাকিম বলেন, 'তার (ফরিদা পারভীন) শারীরিক অবস্থা ভালো নেই, এটা সত্য। কিন্তু উনি এখনো বেঁচে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।'

'ফেসবুকে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে, যা পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে,' বলেন তিনি।

তার ভাষ্য, 'সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ করছি।'

পরিবারে দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কেবিনে চিকিৎসাধীন।

Comments