ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির বিশেষ কন্ট্রোল রুম

ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস আজ কন্ট্রোল রুমের উদ্বোধন করেন।
ডেঙ্গুতে মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করেছে।

ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে আজ বৃহস্পতিবার কন্ট্রোল রুমের উদ্বোধন করেন।

ডিএসসিসির মুখপাত্র আবু নাছের বলেন, এডিস মশার প্রজননস্থল বা লার্ভা দেখা গেলে হটলাইন নম্বর +8801709900888 এ কল করতে বলা হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য মশার প্রজননক্ষেত্র শনাক্ত করা এবং ডেঙ্গু মোকাবিলায় সবার সম্পৃক্ততা বাড়ানো।

মেয়র তাপস কর্তৃক অনুমোদিত বার্ষিক কর্মপরিকল্পনা-২০২৩-এ উল্লিখিত বিশেষ নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম, শীতলক্ষ্যা হল নামে পরিচিত জরুরি ব্যবস্থাপনা কেন্দ্রে পরিচালিত হবে। শুক্র, শনি ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কন্ট্রোল রুমের কার্যক্রম চলবে।

নাছের বলেন, মেয়র তাপস নিজে কন্ট্রোল রুমে থাকবেন এবং বিভিন্ন ওয়ার্ড ও অঞ্চলে পরিচালিত এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম তদারকি করবেন।

Comments