ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৮

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) আরও দুই জন মারা গেছেন। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন আরও ৩৮ জন। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হলো।
ডেঙ্গুতে মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) আরও দুই জন মারা গেছেন। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন আরও ৩৮ জন। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হলো।

আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি জানুয়ারি মাসের ১৪ দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হওয়ার রোগীর সংখ্যা বেড়ে ৬৭০ হয়েছে। এদের মধ্যে ঢাকায় ১২১ জন এবং দেশের অন্যান্য হাসপাতালে ২৩৯ জন ভর্তি রয়েছেন। আক্রান্ত মোট রোগীদের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন ৪২৪ জন।

গত বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। আক্রান্ত রোগীর মোট সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯।

Comments