ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৮

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজন পুরুষ ও একজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩১৪ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯৫ জন, যাদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ৪০ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২২০ জন, যার মধ্যে ১৩ হাজার ৬৪৫ জন পুরুষ ও নয় হাজার ৫৭৫ জন নারী।
Comments