ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪৩৪

ডেঙ্গু, নারী,
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩০২ জনই ঢাকার বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০২ জন, যাদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৪৩ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৬১৭ জন, যার মধ্যে ১৪ হাজার ৪৬২ জন পুরুষ ও ১০ হাজার ১৫৫ জন নারী।

Comments

The Daily Star  | English
no vote option in Bangladesh election

‘No vote’ option: EC proposes amendments to RPO

Commission moves to expand law enforcement role in proposed RPO amendments

1h ago