ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৭৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৩৭ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১২৫ জন, যাদের মধ্যে ৭০ জন পুরুষ ও ৫৫ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৫০১ জন, যার মধ্যে ১৯ হাজার ৪১৯ জন পুরুষ ও ১৩ হাজার ৮২ জন নারী।
Comments