সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়তে পারে

ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে তেল পরিশোধনকারীদের প্রস্তাব বিবেচনায় নিয়েছে বাংলাদেশ ট্যারিফ কমিশন (বিটিসি)। এর ফলে আবারও বাড়তে পারে সয়াবিন তেলের দাম।

ভোজ্যতেল পরিশোধন ও বিপণন কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরবিএমএ) সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

তারা বলছেন, সয়াবিন তেলের দাম সমন্বয় না করা হলে বিশ্ববাজারে দাম বৃদ্ধি ও উচ্চ উৎপাদন খরচের কারণে তাদের লোকসান গুনতে হবে।

গত মঙ্গলবার বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষের কাছে একটি চিঠি জমা দিয়ে সরকারকে আগামীকাল রোববারের মধ্যে বর্ধিত দাম ঘোষণা করার আহ্বান জানিয়েছে।

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমানোর ১ মাস পর ব্যবসায়ীরা এই প্রস্তাব দিলেন।

বিভিওআরবিএমএর প্রধান নির্বাহী নুরুল ইসলাম মোল্লা বলেন, বর্তমান পরিস্থিতি বাণিজ্যসচিবকে জানানো হয়েছে।

গত ৩ অক্টোবর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠকের পর অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমায়। খোলা সয়াবিন তেল প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৮ টাকা এবং ১ লিটার  সয়াবিন তেলের বোতলের দাম ১৭৮ টাকা ও ৫ লিটারের বোতলের দাম ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

One stabbed among at least four injured in clashes during NCP rally in Bogura

The incident occurred around 4:30pm near the Titu Auditorium in Bogura town during a programme organised by the NCP

Now