কেজিতে ৫ টাকা বাড়ল চিনির দাম

চিনির দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে।
চিনি
চিনি। ছবি: সংগৃহীত

চিনির দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে।

আজ বৃহস্পতিবার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ)।

বিএসআরএ জানায়, প্রতি কেজি পরিশোধিত চিনির দাম (খোলা) ৫ টাকা বাড়িয়ে ১০৭ টাকা এবং পরিশোধিত চিনির (প্যাকেটজাত) দাম ৪ টাকা বাড়িয়ে ১১২ টাকা করা হয়েছে।

আগে খোলা চিনির দাম ছিল ১০২ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ১০৮ টাকা।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন এ দাম কার্যকর হবে বলেও জানিয়েছে বিএসআরএ।

Comments

The Daily Star  | English
BNP call's blockade

Another bout of 48-hr blockade from tomorrow

The BNP and its allies is set to enforce yet another 48-hour road-rail-waterway blockade across the country starting tomorrow morning to protest the schedule for the next national election announced by the Election Commission

13m ago