মোটা চালের কেজি ৪৯, মিনিকেট ৬৫ টাকা নির্ধারণ করলেন বগুড়ার ডিসি

জেলা প্রশাসক কার্যালয়ে এক সভায় বিভিন্ন জাতের চালের পাইকারি ও খুচরা দাম নির্ধারণ করে দেওয়া হয়।
বগুড়ায় ব্যবসায়ী, জেলা খাদ্য কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের সভা। ছবি: সংগৃহীত

বগুড়ায় চালের বাজার স্থিতিশীল রাখতে স্থানীয় বাজারের জন্য পাইকারি ও খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলাম।

আজ মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে ব্যবসায়ী, জেলা খাদ্য কর্মকর্তাদের সঙ্গে এক সভায় তিনি বিভিন্ন জাতের চালের দাম নির্ধারণ করেন।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সভায় মিনিকেট স্পেশাল চাল (জিরাশাইল) প্রতিকেজি ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ৬৪-৬৫ টাকা, আটাশ প্রতিকেজি খুচরা মূল্য ৫৪-৫৫ টাকা, মোটা চাল স্বর্ণা ভোক্তা পর্যায়ে প্রতিকেজি ৪৮-৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, সুগন্ধি চিনিগুড়া চালের দাম ভোক্তা পর্যায়ে প্রতিকেজি ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

সভায় বিভিন্ন জাতের চালের পাইকারি দামও নির্ধারণ করে দেওয়া হয়।

নির্ধারিত দামের অতিরিক্ত দামে কেউ বিক্রি করলে তাকে আইনের আওতায় আনা হবে ডিসি সভায় জানান।

গত সপ্তাহে ধান ও চালের দাম নিয়ন্ত্রণে সব জেলার ডিসি ও এসপিকে দৃশ্যমান অভিযানের নির্দেশ দেয় খাদ্য মন্ত্রণালয়।

কারসাজি করে দাম বাড়ালে দায়ী মজুতদার, মিল মালিক, ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments