গণস্বাস্থ্য নগর হাসপাতালে ১ হাজার টাকায় ডায়ালাইসিস

গণস্বাস্থ্য নগর হাসপাতালে রাতের শিফটে ন্যূনতম এক হাজার টাকায় ডায়ালাইসিস সুবিধা চালু হয়েছে। ঢাকার ধানমন্ডিতে এই হাসপাতালে রাত সাড়ে ৮টা ও রাত ২টার শিফটে কিডনি রোগীরা এই সুবিধা পাবেন।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সারা দেশে ডায়ালাইসিস ব্যবস্থা বিপর্যস্ত অবস্থায় আছে। চট্টগ্রাম ও ঢাকায় রোগীদের অসহায় অবস্থার কথা গত কয়েকদিন ধরে পত্র পত্রিকায় উঠে এসেছে। এই অবস্থায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে রোগীদের রাতে অল্প খরচে ৪র্থ ও ৫ম শিফটে ডায়ালাইসিস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য রোগীর প্রতি সেশনে শুধু ডায়ালাইসিসের জন্য এক হাজার টাকা খরচ পড়বে। ডায়লাইসিসের বাইরে অতিরিক্ত চিকিৎসা খরচ রোগীকে বহন করতে হবে। প্রতি রাতে ১০০ রোগীকে এ সুবিধা দেওয়া যাবে।'

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago