চট্টগ্রামে কম্প্রিহেনসিভ ক্যানসার কেয়ার সেন্টার চালু করল এভারকেয়ার

চট্টগ্রামে কম্প্রিহেনসিভ ক্যানসার কেয়ার সেন্টার চালু করেছে এভারকেয়ার হাসপাতাল। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কম্প্রিহেনসিভ ক্যানসার কেয়ার সেন্টার চালু করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।

রোববার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্যানসার সেন্টারটির উদ্বোধন করা হয়।

কম্প্রিহেনসিভ ক্যানসার কেয়ার সেন্টারে রোগীরা মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, হেমাটোলজি, পেইন-পেলিয়্যাটিভ কেয়ার সেবা পাবেন বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ইসমাইল খান, সিএমসিএইচের পরিচালক ব্রি. জে. মো. শামীম আহসান, এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের এমডি ও সিইও ডা. রত্নদ্বীপ চাস্কার, হেমাটোলজি ও বিএমটি সেন্টারের কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ, মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিইও সামির সিং, মেডিকেল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. দীপক সিং প্রমুখ।

এসময় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান বলেন, 'দেশে ক্যানসার রোগীদের সেবা নিশ্চিতে এভারকেয়ার হাসপাতাল প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। রোগীর সেবা প্রদানে তিনটি ট্রান্সফর্মেশন রয়েছে। প্রথমত, সাইকোলজিকাল ট্রান্সফর্মেশন, দ্বিতীয়ত কনভিকশনাল ট্রান্সফর্মেশন এবং তৃতীয়ত বিহেভিয়ারাল পার্সপেকটিভ। এই তিনটি ট্রান্সফর্মেশন নিশ্চিতের মাধ্যমে এভারকেয়ার হসপিটাল ক্যানসার রোগীদের সর্বোচ্চ সেবা করে যাচ্ছে।'

এভারকেয়ার হসপিটালের এমডি ও সিইও ডা. রত্নদ্বীপ চাস্কার বলেন, 'এভারকেয়ার গ্রুপ এবং আমাদের টিম বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে রূপান্তর করতে শীর্ষস্থানীয় ভূমিকা পালন করছে। আমরা বছরের পর বছর ঢাকায় ক্যানসার রোগীদের বিশ্বমানের চিকিৎসা দিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামবাসীর জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতির অংশ হিসেবে, চট্টগ্রামে প্রথম ও একমাত্র কম্প্রিহেনসিভ ক্যানসার কেয়ার সেন্টার চালু করেছি। এটি চট্টগ্রামের স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তন আনবে বলে আমার বিশ্বাস।'

Comments

The Daily Star  | English
NID cards of Sheikh Hasina and family locked

NIDs of Hasina, 9 family members 'locked'

The NIDs of the 10 listed individuals were locked through an official letter on April 16

25m ago