জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বহির্বিভাগ সেবা চালু

ছবি: স্টার

দুই সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগ সেবা আবার চালু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে প্রায় দুইশ রোগীকে চিকিৎসা সেবা নিতে হাসপাতালের নিচতলায় অপেক্ষা করতে দেখা যায়।

জুলাই আন্দোলনে আহত হয়ে এখানে চিকিৎসাধীন ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের কর্মী, সাধারণ রোগী এবং তাদের স্বজনদের মধ্যে সংঘর্ষের পর গত ২৮ মে থেকে হাসপাতালের সব ধরনের সেবা বন্ধ হয়ে যায়।

৪ জুন সীমিত পরিসরে জরুরি সেবা পুনরায় চালু হলেও অন্যান্য সেবা বন্ধ ছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত পরিসরে বহির্বিভাগের সেবা চালু করেছে।

হাসপাতালের হেল্প ডেস্কের একজন স্টাফ বলেন, 'আমরা আশা করছি, শনিবার থেকে সব ধরনের সেবা আবার পুরোপুরি চালু হবে।'

এসময়ে হাসপাতালের বাইরে পুলিশ, র‍্যাব সদস্যদের উপস্থিতি দেখা যায়।

Comments

The Daily Star  | English

The consensus to keep women out

The project of egalitarianism cannot be subcontracted to the very custodians of inequality.

9h ago