পুরোপুরি চালু হলো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট। ফাইল ছবি সংগৃহীত

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা আজ থেকে আবারও চালু হয়েছে।

গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে হাসপাতালটি পুনরায় সেবা কার্যক্রমে ফিরল।

হাসপাতালের একজন চিকিৎসক দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ৮টা থেকে ইনডোর, আউটডোরসহ সব সেবা প্রায় সব কর্মীর উপস্থিতিতে পুনরায় চালু হয়েছে।

জুলাই আন্দোলনে আহত হয়ে এখানে চিকিৎসাধীন ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের কর্মী, সাধারণ রোগী এবং তাদের স্বজনদের মধ্যে সংঘর্ষের পর গত ২৮ মে থেকে হাসপাতালের সব ধরনের সেবা বন্ধ হয়ে যায়।

৪ জুন থেকে সীমিত পরিসরে জরুরি সেবা এবং গত বৃহস্পতিবার থেকে বহির্বিভাগ সেবা পুনরায় চালু হলেও অন্যান্য সব সেবা বন্ধ ছিল।

Comments

The Daily Star  | English
flood in northern Bangladesh

Over one lakh stranded in north as rivers swell

Over 100,000 people have been stranded as the Teesta and Dudhkumar rivers swelled above danger level, flooding vast areas of cropland, homes and low-lying regions in northern Bangladesh.

6h ago