ক্যানসার দিবসে ঢাবিতে সিসিসিএফের ‘সেলফ ব্রেস্ট এক্সামিনেশন’ প্রশিক্ষণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন প্রশিক্ষণ আয়োজন করেছে সেন্টার ফর ক্যানসার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ)।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মুগ্ধতা স্মৃতি বৃত্তি প্রদান ও একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের সঙ্গে যৌথ এ আয়োজনের সভাপতিত্ব করেন সিসিসিএফের সভাপতি রোকশানা আফরোজ। প্রশিক্ষণে সহযোগিতা করে হারমনি ট্রাস্ট।

এতে ক্যানসার আক্রান্ত ১৪ বছরের শিশু ইমন হোসেন ও সামিয়া সুলতানার অভিভাবকদের মুগ্ধতা স্মৃতি বৃত্তি তুলে দেওয়া হয়। এ সময় মুগ্ধতার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল বলেন, 'আমাদের সমাজে এখনো অনেক কুসংস্কার আছে, যার কারণে নারীরা অসুস্থ হলেও তা প্রকাশ করতে চান না। যখন তারা প্রকাশ করেন, তখন অনেক দেরি হয়ে যায়।'

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক নারী শিক্ষার্থীকে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন প্রশিক্ষণ দেওয়া হয়।

অধ্যাপক ড. সামিনা লুৎফা নিত্রা বলেন, 'ক্যানসার আক্রান্ত পরিবারগুলো জানেন এই বোঝা বহন করা কতটা কষ্টকর। নিজেরা সেলফ এক্সামিনেশন করে সুস্থ থাকলে নিজের ও পরিবারের বোঝা কমবে।'

সভাপতি রোকশানা আফরোজ বলেন, 'আমরা ট্যাবু ভাঙব। আমি একজন চতুর্থ পর্যায়ের ক্যানসার যোদ্ধা। আমরা চাই সবাই মিলে সচেতনতা ছড়িয়ে দিতে।'

অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ক্যানসার এপিডেমিওলজিস্ট অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল।

Comments

The Daily Star  | English

No active militant presence in Bangladesh: home adviser

The reports of suspected extremists' deportation from Malaysia shows no links to local terrorist networks, he says

1h ago