ভূমিকম্প

সিরিয়ায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত

১৮০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে
সিরিয়ার আলেপ্পোতে ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপে দিনরাত উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটের পোস্ট করা ভিডিও থেকে ছবিটি নেওয়া। ৭ ফেব্রুয়ারি, ২০২৩। ছবি: রয়টার্স

ভূমিকম্পে সিরিয়ার প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

আজ বুধবার সিরিয়া যে অঞ্চলগুলো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে সে অঞ্চলের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন স্থানীয় প্রশাসন ও পরিবেশ মন্ত্রী হুসেইন মাখলুফ।

তিনি জানান, সেসব অঞ্চলের ২ লাখ ৯৮ হাজারের বেশি মানুষ বাড়িঘর হারিয়েছেন। তাদের জন্য ১৮০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

Comments