কানাডায় ডে কেয়ার সেন্টারে চলন্ত বাস, ২ শিশু নিহত

ওই ঘটনায় এক সিটি বাস চালকের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।
কানাডায় ডে কেয়ার সেন্টারে চলন্ত বাস, ২ শিশু নিহত
দুর্ঘটনার পর কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। ছবি: রয়টার্স

কানাডার মন্ট্রিল শহরের একটি ডে কেয়ার সেন্টারে চলন্ত বাস ঢুকে পড়ায় ২ শিশু নিহত ও ৬ জন আহত হয়েছে। ওই ঘটনায় এক সিটি বাস চালকের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ না জানালেও পিয়েরে নি সেন্ট-আমান্দের (৫১) বিরুদ্ধে হামলা ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, চালক ১০ বছর ধরে ট্রানজিট সিস্টেমের জন্য কাজ করেছেন এবং তার বিরুদ্ধে পূর্বের কোনো অপরাধের রেকর্ড নেই।

পুলিশ জানিয়েছে, যে ৬ শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের শরীরে প্রাণঘাতী কোনো আঘাত নেই।

গতকাল বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে বাবা-মা যখন শিশুদের সাধারণত তাদের ডে কেয়ার সেন্টারে রেখে যান তখনি ঘটনাটি ঘটেছে। কর্তৃপক্ষ শিশুদের বয়স নিশ্চিত করেনি। তবে কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের মতে, ৫ বছরের কম বয়সী প্রায় ৮০টি শিশু এই ডে কেয়ার থাকে।

কুইবেকের জাতীয় পরিষদে সেন্ট রোজের প্রতিনিধিত্বকারী ক্রিস্টোফার স্কিট বলেন, 'যা হয়েছে তা বিধ্বংসী।'

স্কিট বলেছেন, ঘটনার পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না সে বিষয়ে পুলিশের কাছে তিনি এখনো কিছু জানতে পারেননি।

Comments