টরন্টোয় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত, ১ জন গুরুতর আহত

কানাডায় সড়ক দুর্ঘটনা
কানাডার টরন্টোয় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

কানাডার টরন্টোয় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড়।

তারা ৪ জনই হাম্বার কলেজের বাংলাদেশি শিক্ষার্থী।

আজ বুধবার সকালে কানাডাপ্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'এ দুর্ঘটনায় ২ জন ঘটনাস্থলে মারা গিয়েছেন। অ্যাঞ্জেলা বারৈকে হাসপাতালে নেওয়ার পর তিনি সেখানে মারা যান।'

'সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড় গাড়ি চালাচ্ছিলেন। তিনি আহত হয়েছেন। তার অবস্থা খুবই গুরুতর। লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশেন।'

'গাড়িটি খুব দ্রুতগতিতে চলছিল' উল্লেখ করে তিনি আরও বলেন, 'এটি এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে উঠার সময় টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেখানে একটু কার্ভ ছিল। হাইওয়ের রেলিংয়ে গিয়ে ধাক্কা খেয়ে গাড়িটি ৩ বার উল্টে যায়।'

'গাড়িতে আগুন ধরে যায়। ফায়ার ব্রিগেড স্বল্প সময়ের মধ্যে দুর্ঘটনাস্থলে না পৌঁছলে বডি পাওয়া যেত না। পুরো ছাই হয়ে যেত।' যোগ করেন তিনি।

কানাডার অনটারিও প্রভিন্সিয়াল পুলিশের হাইওয়ে সেফটি ডিভিশনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম সিপি২৪ জানায়, গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

টুইটারে ভিডিও পোস্টে সার্জেন্ট কেরি স্মিত বলেন, 'গাড়ির পেছনের আসনে যারা ছিলেন তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে। সামনে চালকের পাশের আসনে থাকা নারীকে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার পর সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।'

'গুরুতর আহত ২১ বছর বয়সী গাড়িচালক হাসপাতালে ভর্তি' উল্লেখ করে তিনি আরও বলেন, 'এই ৪ জনই বাংলাদেশি। তারা স্টাডি পারমিট নিয়ে কানাডায় এসেছেন। তাদের অভিভাবকদের ঘটনাটি জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

3h ago