পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১০ ফিলিস্তিনি নিহত

প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, এসময় আরও শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।
ফিলিস্তিন, ইসরায়েল, পশ্চিম তীর, মাহমুদ আব্বাস, নাবলুস,
পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযান। ছবি: রয়টার্স

পশ্চিম তীরে আজ বুধবার ইসরায়েলি বাহিনীর অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, এসময় আরও শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী নাবলুসে অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেছে, হামলার আশঙ্কায় সন্দেহভাজনদের আটকের সময় গুলি-পাল্টা গুলির ঘটনা ঘটে। তবে, ইসরায়েলের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৩ জন বেসামরিক নাগরিক। যাদের মধ্যে ৭২ বছর বয়সী এক ব্যক্তি এবং ১৪ বছর বয়সী এক কিশোর আছে। ফিলিস্তিনের চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর অভিযানে ১০২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

রয়টার্স বলছে, নাবলুস এবং নিকটবর্তী জেনিন শহর গত এক বছর ধরে ইসরায়েলি বাহিনীর অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় ২০২৩ সালে ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে ফিলিস্তিনি হামলায় ১০ জন ইসরায়েলি ও একজন ইউক্রেনীয় পর্যটক নিহত হয়েছেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনেহ বলেন, আমরা নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযানের নিন্দা জানাই এবং জনগণের ওপর অব্যাহত হামলা বন্ধের আহ্বান জানাই।

Comments

The Daily Star  | English

Religious affairs ministry directs DCs to maintain peace, order at mazars

The directive was issued in response to planned attacks on shrines, allegedly aimed at embarrassing the interim government

1h ago