ইউক্রেনের জয়েন্ট ফোর্সেস কমান্ডার বরখাস্ত

ইউক্রেনের কমান্ডার বরখাস্ত
কিয়েভের কাছে ইউক্রেনীয় সেনা। ছবি: রয়টার্স ফাইল ফটো

ইউক্রেনের জয়েন্ট ফোর্সেস অপারেশন কমান্ডার মেজর জেনারেল এডুয়ার্ড মিখাইরোভিচ মোস্কালোভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার ডিক্রি জারি করে মোস্কালোভকে বরখাস্তের ঘোষণা দেওয়া হয়। তবে বরখাস্তের কারণ উল্লেখ করা হয়নি।

এতে আরও বলা হয়, গত বছর মার্চে মোস্কালোভকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। একই সময়ে জেনারেল ওলেস্কান্দর পাভলিউককে কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ইউক্রেন সরকার দুর্নীতি দমনে দেশব্যাপী অভিযান চালিয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে উচ্চপদের অনেক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

তবে মোস্কালোভের বরখাস্তের সঙ্গে দুর্নীতির সংযোগ আছে কিনা সে বিষয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

Election delay anti-democratic, it goes against July-August spirit: Fakhrul

He said those who want to delay the election are certainly not pro-democratic or supporters of the July-August revolution

1h ago