পাকিস্তানি মুদ্রার রেকর্ড দরপতন, ১ ডলার এখন ২৮৫ রুপি

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
রয়টার্স ফাইল ফটো

চরম অর্থনৈতিক সংকটে আছে পাকিস্তান। এই অবস্থায় দেশটির মুদ্রা রুপির বিপরীতে ডলারের দাম বৃদ্ধি অব্যাহত আছে। স্টেট ব্যাংক অব পাকিস্তানের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার লেনদেন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন হয়ে ২৮৫.০৯ রুপিতে পৌঁছেছে।

বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্লেষকরা এই রেকর্ড পতনকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে পাকিস্তান সরকারের অচলাবস্থাকে দায়ী করেছেন বলে ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের (ইসিএপি) সেক্রেটারি জেনারেল জাফর পারাচা ডনকে বলেন, আইএমএফ পাকিস্তানকে বর্তমান আফগান ট্রেড রেটে ডলার বাণিজ্য করতে বলেছে। সরকার বৈদেশিক মুদ্রার ওপর বিধিনিষেধ আরোপ করেছে। বৈদেশিক মুদ্রা কোম্পানিগুলোর ক্রয়-বিক্রয়ের ওপর অনেক বিধিনিষেধ আরোপের কারণে ডলার আসে না বা যায় না।

টপলাইন সিকিউরিটিজের প্রধান নির্বাহী মোহাম্মদ সোহেল ডনকে বলেন, আইএমএফ থেকে অর্থায়নে বিলম্বের কারণে মুদ্রাবাজারে অনিশ্চয়তা থেকে রেকর্ড পতন হয়েছে।

Comments

The Daily Star  | English

Trump to decide on US action in Israel-Iran conflict within 2 weeks

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago