পাকিস্তানে ৬.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ২

পাকিস্তান, ভূমিকম্প,
ইসলামাবাদে ভূমিকম্প অনুভূত হওয়ায় মানুষ রাস্তায় নেমে আসে। ছবি ডনের সৌজন্যে

পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, মঙ্গলবার ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে দেশটিতে অন্তত ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের জুর্ম শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে।

খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ, দেয়াল ও বাড়ি ধসে ২ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন এবং এই প্রদেশের ৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে, সোয়াতের জেলা পুলিশ কর্মকর্তা শফিউল্লাহ গন্দাপুর ডনকে বলেন, জেলায় ২ জনের মৃত্যু হয়েছে এবং ১৫০ জন আহত হয়েছেন।

রেডিও পাকিস্তানকে পিএমডির মহাপরিচালক মাহর সাহেবজাদ খান জানিয়েছেন, ইসলামাবাদ, পেশোয়ার, লাহোর, রাওয়ালপিন্ডি, কোয়েটা, কোহাট, লাক্কি মারওয়াত, ডেরা ইসমাইল খান, দক্ষিণ ওয়াজিরিস্তান এবং দেশের অন্যান্য অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং অন্যান্য প্রতিষ্ঠানকে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

15h ago