আন্তর্জাতিক

পুনরায় দূতাবাস চালু করতে সম্মত সৌদি-ইরান

সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে কথা বলেছেন এবং দূতাবাস ও মিশন পুনরায় খোলার প্রক্রিয়া শুরু করতে শিগগির বৈঠকে বসতে সম্মত হয়েছেন বলে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
সৌদি আরব, ইরান, প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, হোসেইন আমির-আবদুল্লাহিয়ান,
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান। ছবি: রয়টার্স

সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে কথা বলেছেন এবং দূতাবাস ও মিশন পুনরায় খোলার প্রক্রিয়া শুরু করতে শিগগির বৈঠকে বসতে সম্মত হয়েছেন বলে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

আজ বৃহস্পতিবার সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এসময় তারা পবিত্র রমজান মাস উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।

চলতি মাসে ২০১৬ সালে বিচ্ছিন্ন হওয়া কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরুর ঘোষণা দেয় সৌদি আরব ও ইরান। চীনের মধ্যস্থতায় সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ আল-আইবান এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী শামখানি এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তিতে ২ মাসের মধ্যে দূতাবাস ও মিশন পুনরায় খোলার চুক্তি আছে। এছাড়াও, দেশ ২টির সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল।

Comments

The Daily Star  | English

Dhaka denounces US 2023 human rights report

Criticising the recently released US State Department's 2023 Human Rights Report, the foreign ministry today said it is apparent that the report mostly relies on assumptions and unsubstantiated allegations

26m ago