মেক্সিকোতে অভিবাসী আটককেন্দ্রে আগুনে নিহত অন্তত ৩৯

অগ্নিকাণ্ডের কারণ বা নিহতদের পরিচয় এখনো জানায়নি আইএনএম।
অগ্নিকাণ্ডে আহত স্বামীর জন্য এক নারীর আহাজারি। ছবি: রয়টার্স

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সিউদাদ জুয়ারেজ শহরে একটি অভিবাসী আটককেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী সিউদাদ জুয়ারেজের সড়ক থেকে ৭১ অভিবাসীকে ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) কার্যালয়ে নেওয়ার পর এই অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ৩৯ জন নিহত হন।

অগ্নিকাণ্ডের কারণ বা নিহতদের পরিচয় এখনো জানায়নি আইএনএম। তারা এ ঘটনা তদন্ত করছে।

Comments