সু চির এনএলডিসহ ৪০ রাজনৈতিক দল বিলুপ্ত, আমলে নিচ্ছে না সরকার বিরোধীরা

মিয়ানমারে রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা
অং সান সু চি। ছবি: রয়টার্স ফাইল ফটো

মিয়ানমারে আগামী নির্বাচনের জন্য নিবন্ধন না করায় নোবেল শান্তিবিজয়ী গণতান্ত্রিক নেতা অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিসহ (এনএলডি) ৪০টি রাজনৈতিক দলকে 'বিলুপ্ত' ঘোষণা করেছে দেশটির সামরিক সরকার। তবে বিষয়টিকে আমলে নিচ্ছে না সরকারবিরোধীরা।

গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় মিয়াওয়াদ্দি টিভির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ৬৩টি দল স্থানীয় ও জাতীয়ভাবে নিবন্ধিত হয়েছে।

গতকাল নিবন্ধনের শেষ দিনে ৪০ দল নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে 'বিলুপ্ত' হয়ে গেছে।

এনএলডির জ্যেষ্ঠ নেতা তুন মাইন্ত বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 'দলের অনেক সদস্য কারাগারে ও ''বিপ্লবে জড়িত'' থাকায় নির্বাচনের জন্য দলের নিবন্ধন করা হবে না।'

তিনি আরও বলেন, 'তারা আমাদের দলকে বিলুপ্ত ঘোষণা করল কি না তা নিয়ে ভাবছি না। আমাদের জনসমর্থন আছে।'

মিয়ানমারে সামরিক শাসকবিরোধী রাজনৈতিক দলগুলোর ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) বলেছে, সামরিক শাসকদের এ কর্তৃত্ব নেই।

এনইউজির মুখপাত্র কিয়াও জাও বলেছেন, 'জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল রাজনৈতিক দলগুলো নিবন্ধন করবে না।'

গত সোমবার সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইং তার দেশে গণতন্ত্র পুনরুদ্ধার চেষ্টায় পাশে থাকতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

মিয়ানমারে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হোরসে গণমাধ্যমকে বলেন, 'সামরিক সরকার দেশে নির্বাচন চাপিয়ে দিলে তা নতুন করে অরাজকতা সৃষ্টি করবে। অধিকাংশ মানুষ সামরিক শাসকদের আইনি বৈধতা দিতে চায় না।'

তিনি মনে করেন, 'জনগণের ওপর ভোট চাপিয়ে দিলে সামরিক শাসনবিরোধী সংগঠনগুলো তা বানচালের চেষ্টা করবে।'

Comments

The Daily Star  | English

What are we building after dismantling the AL regime?

Democracy does not seem to be our focus today. Because if it were, then shouldn’t we have been talking about elections more?

3h ago