সময়টা রোহিঙ্গা প্রত্যাবাসনের উপযুক্ত নয়: জাতিসংঘের আবাসিক সমন্বয়ক

আজ পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। ছবি: সংগৃহীত

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য এখন উপযুক্ত সময় নয়।

আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশের অনেকাংশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়েছে। 

এ অবস্থায় এখন মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের উপযুক্ত সময় নয় বলে মন্তব্য করেন গুয়েন লুইস।

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অনেকেই বাস্তুচ্যুত হওয়ায় জাতিসংঘ বাংলাদেশকে রোহিঙ্গাদের নিতে বলেছে কি না, জানতে চাইলে জাতিসংঘ প্রতিনিধি লুইস বলেন, 'রাখাইন রাজ্যে সংঘাতের কারণে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে রোহিঙ্গাদের চলাচল বন্ধ। সুতরাং, কোনো অনুরোধও নেই।'

রোহিঙ্গাদের ফেরত যাওয়ার উপযুক্ত সময় তৈরি করতে জাতিসংঘ কাজ করছে কি না, জানতে চাইলে তিনি বলেন, 'এটি সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক ইস্যু এবং জাতিসংঘ মহাসচিব নিয়মতান্ত্রিক উপায়ে এটি নিয়ে কাজ করছেন।'

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে গোয়েন লুইস বলেন, 'জলবায়ু পরিবর্তন, এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেছেন।'

এটি ছিল নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির প্রথম সাক্ষাৎ।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

59m ago