হাতকড়া ছাড়াই আদালত কক্ষে ট্রাম্প, শুনানি শুরু

বিচারকের আদেশে আদালতে ভিডিও ক্যামেরা নিষিদ্ধ করা হয়েছে।
নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে শুনানি চলাকালে নিজ আইনজীবীদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লোয়ার ম্যানহাটনের একটি আদালতে তোলা হয়েছে।

তবে সে সময় তার হাতে হাতকড়া দেখা যায়নি।

আদালতে মঙ্গলবার (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে) ট্রাম্পের শুনানি শুরু হয় বলে এনবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে হাজিরা দিতে ম্যানহাটনের ডিস্ট্রিক্ট আদালতে যাওয়ার পর ট্রাম্পকে হেফাজতে নেয় পুলিশ।

বিচারকের আদেশে আদালতে ভিডিও ক্যামেরা নিষিদ্ধ করা হয়েছে।

ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস জানিয়েছে যে শুনানির পর তারা সংবাদ সম্মেলন করবেন।

আদালতে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের পর গ্র্যান্ড জুরি অভিযোগে সিলমোহর দেবেন। এরপরই সেগুলোর বিস্তারিত জানা যাবে।

এর আগে আদালতে পৌঁছানোর পর আঙুলের ছাপ দেওয়া হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ট্রাম্পকে গ্রেপ্তার করেছেন বলে বিবেচনা করা হয় এবং এরপর থেকে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়।

সোমবার এক বিচারক জানিয়েছেন, শুনানির সময় গণমাধ্যম তা প্রচার করতে পারবে না, তবে ৫ জন আলোকচিত্রী সেখানে উপস্থিত থাকতে পারবেন এবং ছবি তুলতে পারবেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট আদালতে ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হলেন। তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন ট্রাম্প।

দিনের প্রথম বার্তায় ওই আদালতকে 'ক্যাঙ্গারু কোর্ট' হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বিবিসি জানায়, এক ই-মেইল বার্তায় ট্রাম্প বলেছেন, 'আমাদের প্রজাতন্ত্রের জন্য আজ একটি দুঃখের দিন।'

Comments