আন্তর্জাতিক

সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি সেনাবাহিনী-আরএসএফ

গত ১৫ এপ্রিল দেশটির ক্ষমতা দখলে ২ সামরিক নেতার অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী লড়াই শুরুর পর এ নিয়ে তৃতীয়বারের মতো যুদ্ধবিরতিতে রাজি হলো বিবদমান পক্ষগুলো।
সুদানে সংঘর্ষ
সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ’র রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে রাজধানী খার্তুম ছাড়ছেন সাধারণ মানুষ। ছবি: রয়টার্স

পূর্ব আফ্রিকার দেশ সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার মধ্যরাত থেকে এই যুদ্ধবিরতি মেনে চলার কথা।

এতে আরও বলা হয়, গত ১৫ এপ্রিল দেশটির ক্ষমতা দখলে ২ সামরিক নেতার অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী লড়াই শুরুর পর এ নিয়ে তৃতীয়বারের মতো যুদ্ধবিরতিতে রাজি হলো বিবদমান পক্ষগুলো।

সংঘর্ষে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৪০০ জন নিহত হয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন গণমাধ্যমকে বলেন, ৪৮ ঘণ্টা আলোচনার পর সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

গত ১০ দিনের সংঘর্ষে রাজধানী খার্তুমের প্রধান প্রধান স্থাপনায় বোমা হামলার কারণে জরুরিসেবা ব্যাহত হচ্ছে। খাবার পানির সরবরাহ বিঘ্নিত হওয়ায় অনেকে নীল নদের পানি খেতে বাধ্য হচ্ছেন।

আশা করা হচ্ছে, যুদ্ধবিরতি কার্যকর হলে সাধারণ মানুষ খার্তুম ছাড়তে পারবেন। পাশাপাশি, বিদেশি মিশনগুলো তাদের নাগরিকদের সে দেশ থেকে সরিয়ে নিতে পারবে।

Comments