সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি, মিশন চালু থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আফ্রিকান দেশ হওয়া সত্ত্বেও সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশির অবস্থানের কথা বিবেচনা করে সেখানে বাংলাদেশি মিশন চালু রাখা হবে।
 ‘কোয়াডে’ যোগদানের বিষয়টি বিআইআইএসএসকে খতিয়ে দেখতে বলা হয়েছে: মোমেন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আফ্রিকান দেশ হওয়া সত্ত্বেও সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশির অবস্থানের কথা বিবেচনা করে সেখানে বাংলাদেশি মিশন চালু রাখা হবে।

আজ সোমবার বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'সুদানে আমাদের ছোট্ট একটি কনসাল জেনারেল অফিস আছে, মিশন আছে। আমরা আমাদের মিশনের লোকদের সতর্কতা নিতে বলেছি, তারা যাতে ঝামেলায় না পড়ে। তবে যেহেতু আমাদের বহু নাগরিক সেখানে আছে, সুতরাং আমাদের মিশন ওখানে থাকবে। কারণ, আমাদের জনগণের জন্য সেবা দিতে হবে।'

পরে পরিস্থিতির ওপর নির্ভর করে ঢাকা সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

মোমেন বলেন, 'আমরা মিশনে পর্যাপ্ত খাদ্য মজুদ রাখার পরামর্শ দিয়েছি...যতদিন আমাদের নাগরিকরা সেখানে থাকবেন, আমাদের মিশনও সেখানে থাকা উচিত।'

এর আগে, গত শনিবার সুদানের চলমান পরিস্থিতির কারণে দেশটি সফর থেকে বিরত থাকার জন্য বাংলাদেশিদের পরামর্শ দিয়ে সতর্কতা জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে লড়াই শুরু হওয়ার পর বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে এখন পর্যন্ত ৪ শতাধিক লোক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

8h ago