তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন

৫০ শতাংশের বেশি ভোট পেয়ে এগিয়ে এরদোয়ান

এরদোয়ান
রোববার সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: রয়টার্স

তুরস্কের জাতীয় নির্বাচনে রোববার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে আংশিক গণনায় এগিয়ে আছেন দুই দশক ধরে প্রেসিডেন্ট থাকা রিসেপ তাইয়েপ এরদোয়ান।

দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থার বরাত দিয়ে এপি এ তথ্য জানিয়েছে।

প্রাথমিকভাবে ৪৭ শতাংশ ভোটগণনা শেষে দেখা গেছে, ৫২ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে এরদোয়ান আবারও প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। 

তার প্রধান প্রতিদ্বন্দ্বী ন্যাশনস এলায়েন্সের কামাল কিলিজদারগলু পেয়েছেন ৪১ দশমিক ৯ শতাংশ ভোট।

এদিকে তুরস্কের সরকারি সংবাদমাধ্যম টিআরটির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত ৭০ শতাংশ ভোট গণনা হয়েছে। এর মধ্যে এরদোয়ান পেয়েছেন ৫১ দশমিক ২৩ শতাংশ এবং কিলিজদারগলু পেয়েছেন ৪২ দশমিক ৯৫ শতাংশ। 

এবারের নির্বাচন ন্যাটোভুক্ত দেশটির গত ২ দশকের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে নির্বাচনপূর্ব মতামত জরিপগুলোতে দেখা গিয়েছিল।

আংশিক ফলাফল প্রকাশের পর ছয় দলের জোটের প্রার্থী কামাল কিলিজদারগলু এক টুইটবার্তায় বলেছেন, 'আমরা এগিয়ে আছি।'

নির্বাচনে যে প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পাবেন, তাকে বিজয়ী ঘোষণা করা হবে। কেউ প্রয়োজনীয় ভোট না পেলে আগামী ২ সপ্তাহের মধ্যে 'রান-অফ' এ যেতে হবে।

তুরস্কের মোট ভোটার প্রায় ৬ কোটি ৪০ লাখ ভোটার। নির্বাচনে দেশটির ১৩তম প্রেসিডেন্ট ও পার্লামেন্টের ৬০০ আসনের সদস্য নির্বাচিত হবে।

প্রেসিডেন্ট এরদোয়ান এবার শেষবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন বলে টিআরটির এক প্রতিবেদনে বলা হয়েছে। তিনি আগামী ১০০ বছর তুরস্কের উন্নয়নের রূপরেখা 'সেঞ্চুরি অব টার্কি'র প্রতিশ্রুতি দিয়েছেন।

মূল প্রতিদ্বন্দ্বী কিলিজদারগলু নির্বাচিত হলে ২০১৬ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর প্রেসিডেন্টের বাড়তি ক্ষমতা কমানোর প্রতিজ্ঞা করেছেন।

 

Comments

The Daily Star  | English

NBR plans to roll back tax benefits for exporters

The prospect of reduced tax benefits has rattled exporters, already wrestling with shifting global trade dynamics, including fresh US tariffs

11h ago