কাজ ছাড়াও জীবনে অনেক কিছু আছে: বিল গেটস

বিল গেটস | রয়টার্স ফাইল ছবি

জীবনে কাজ ছাড়াও যে আরও অনেক কিছু আছে, বড় ও বাবা হওয়ার আগ পর্যন্ত তা বুঝতে পারেননি বলে মন্তব্য করেছেন মাইক্রোসফট করপোরেশনের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

গত শনিবার নর্দার্ন অ্যারিজোনা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটদের উদ্দেশে বিল গেটস বলেন, 'আমি যখন আপনাদের বয়সী ছিলাম, তখন আমি ছুটিতে বিশ্বাস করতাম না। সাপ্তাহিক ছুটিতে বিশ্বাস করতাম না। আমি আমার আশেপাশের সবাইকে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করেছি।'

মাইক্রোসফট চালু করার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ৩ সেমিস্টার পর পড়াশোনা ছেড়ে দেওয়া এই বিলিয়নিয়ার গ্র্যাজুয়েটদের বলেন, 'আপনি যদি নিজেকে কাজ থেকে কিছুটা দূরে রাখেন, তবে তেমন কোনো ক্ষতি হবে না।'

বিল গেটস বলেন, মাইক্রোসফটের শুরুর দিনগুলোতে আমি কাজ ও জীবনের ভারসাম্যের গুরুত্ব বুঝিনি এবং কোন কর্মচারী অফিসে দেরিতে আসতেন বা তাড়াতাড়ি চলে যেতেন, তার ওপর নজর রাখতাম।

'এটি শেখার জন্য আমি যতদিন অপেক্ষা করেছি, ততদিন আপনারা অপেক্ষা করবেন না। সম্পর্কগুলোর যত্ন নিন, আপনার সাফল্য উদযাপন করুন। প্রয়োজন হলে একটু বিরতি নিন। আপনার আশেপাশের লোকদেরও বিরতি প্রয়োজন হলে নিতে দিন এবং বিরতি নেওয়ার বিষয়টি সহজভাবে গ্রহণ করুন।'

'কর্মক্ষেত্রে নৈতিকতার ক্ষেত্রে সহকর্মীদের প্রতি আমারে উচ্চ প্রত্যাশা ছিল। মধ্যরাতে আমি কর্মীদের সমালোচনামূলক ই-মেইল পাঠাতাম', বলেছেন বিল গেটস।

২০১৯ সালে বিল গেটস তার ব্লগে লিখেছিলেন, 'আমি যখন মাইক্রোসফটে ছিলাম, তখন কর্মীদের প্রতি কঠোর ছিলাম। এর মধ্যে কিছু আমাদের সফল হতে সহায়তা করেছে। তবে আমি নিশ্চিত যে, তার মধ্যে কিছু বিষয় মানা কঠিনও ছিল।'

বক্তব্যে তিনি আরও বলেন, 'ক্যারিয়ার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা সম্ভবত এই মুহূর্তে প্রচুর চাপ অনুভব করছেন। মনে হতে পারে এই সিদ্ধান্তগুলো স্থায়ী। কিন্তু তা নয়। আপনি আগামীকাল বা পরবর্তী ১০ বছরের জন্য যা করবেন, তা চিরকালের জন্য হতে হবে বিষয়টি এমন না।'

গ্র্যাজুয়েটদের উদ্দেশে বিল গেটস বলেন, 'মানুষকে সাহায্য করার বিশাল সুযোগের সময়ে আপনারা গ্র্যাজুয়েট হচ্ছেন। প্রতিদিন নতুন নতুন শিল্প ও সংস্থা তৈরি হচ্ছে, যার মাধ্যমে আপনারা জীবিকা নির্বাহ করতে পারবেন। বিজ্ঞান ও প্রযুক্তির বিরাট অগ্রগতির কারণে সবকিছু আগের চেয়ে সহজ হয়ে উঠছে।'

এর আগে বিল গেটস হার্ভার্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়েও বক্তৃতা দিয়েছেন।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

4h ago