ঘূর্ণিঝড় বিপর্যয়

ভারত-পাকিস্তানে সন্ধ্যার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়, সরানো হলো লাখো মানুষ

আজ সন্ধ্যার মধ্যেই সৌরাষ্ট্র ও কচ্ছ এবং গুজরাটের মাণ্ডবি থেকে পাকিস্তানের বন্দর শহর করাচির মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়।
ছবি: এএফপি

আজ সন্ধ্যার মধ্যেই সৌরাষ্ট্র ও কচ্ছ এবং গুজরাটের মাণ্ডবি থেকে পাকিস্তানের বন্দর শহর করাচির মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়।

বিবিসি জানায়, ভারত ও পাকিস্তানের প্রায় দেড় লাখের বেশি মানুষকে ইতোমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে।

এরই মাঝে প্রবল বৃষ্টিতে ভারতে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।

এএফপি জানায়, তাদের মধ্যে ২ শিশু দেয়ালে ধসে এবং ১ নারী মোটরবাইক চালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা যান।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়ে ভারতের বিভিন্ন অংশ বিশেষ করে গুজরাট এবং মুম্বাইতে ভারী বৃষ্টিপাত এবং তীব্র জলোচ্ছ্বাস শুরু হতে পারে।

'বিপর্যয়' সর্বোচ্চ ১১৫-১২৫ কিমি ঘণ্টা বাতাসের গতিবেগে আঘাত হানতে পারে। তবে বিকেলে বাতাসের গতিবেগ বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

পাকিস্তানে ঘূর্ণিঝড়টি সিন্ধু প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই দক্ষিণ-পূর্ব উপকূল থেকে ৮১ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং স্থানীয় স্কুলগুলোতে ৭৫টি ক্যাম্প স্থাপন করা হয়েছে।

Comments