কেরালায় নিপাহ ভাইরাসের বাংলাদেশি ধরন ছড়িয়ে পড়েছে: স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন।

আজ বুধবার কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেছেন, কোঝিকোড জেলায় যে দুজন মারা গেছেন, তারা নিপাহ ভাইরাসের 'বাংলাদেশি ধরনে' আক্রান্ত ছিলেন।

তিনি বলেন, ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়ায়, তবে এটি কম সংক্রামক হলেও মৃত্যুহার বেশি।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুনে থেকে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (এনআইভি) প্রতিনিধি দল কোঝিকোড মেডিকেল কলেজে একটি মোবাইল ল্যাব স্থাপন করতে এবং বাদুড়ের ওপর সমীক্ষা চালাতে কেরালায় যাবে।

২০১৮ সালের পর থেকে কেরালায় এটি চতুর্থ নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব।

রাজ্য সরকার বাসিন্দাদের অনলাইন পরিষেবা ব্যবহার এবং নিপাহ সংক্রমিত এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যাওয়া এড়াতে, সামাজিক দূরত্ব বজায়, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছে।

নিপাহ সংক্রমণের হাত থেকে শিশুদের রক্ষায় রাজ্যের শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টি স্কুলগুলোকে অনলাইন পদ্ধতিতে পরিচালনার নির্দেশ দিয়েছেন।

কেরালার প্রতিবেশী রাজ্য তামিলনাড়ু এবং কর্ণাটকের সীমান্তবর্তী জেলাগুলোতেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 

 

Comments