কেরালায় ভূমিধসে মৃত বেড়ে ১৬৩, এখনো ১৮০ জনেরও বেশি নিখোঁজ

কেরালায় ভূমিধসের পরের দৃশ্য। ছবি: এএফপি
কেরালায় ভূমিধসের পরের দৃশ্য। ছবি: এএফপি

ভারতের কেরালা অঙ্গরাজ্যের ওয়েনাড জেলায় ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৩ হয়েছে। এখনো নিখোঁজ আছেন ১৮০ জনেরও বেশি মানুষ। আহত হয়েছেন ২০০ জনেরও বেশি।

কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো অনেক মানুষ ভাঙা পাথর ও আবর্জনার নিচে চাপা পড়ে আছেন।

ভূমিধসে নিহত এক ব্যক্তির মরদেহ নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি
ভূমিধসে নিহত এক ব্যক্তির মরদেহ নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি

আজ বুধবার উদ্ধারকর্মীরা বড় বড় পাথর ও কাদার ভেতর থেকে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।

উদ্ধারকর্মীদের মধ্যে আছে সেনাবাহিনী, নৌবাহিনী ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সদস্যরা। তারা যৌথভাবে এই উদ্ধার কার্জক্রমে অংশ নিচ্ছেন।

কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের জেরে মঙ্গলবার ভোরে ওয়েনাড জেলার মুনডাক্কাই, চুরালমালা, আত্মামালা ও নুলপুঝা গ্রামে ভূমিধস আঘাত হানে। এতে ধ্বংস হয়েছে অন্তত ৩০০ বাড়ি।

ওয়েনাড সবুজ বনানি, উঁচু পর্বত ও দৃষ্টিনন্দন ঝর্ণাধারার জন্য পরিচিত একটি জেলা। এখানে প্রায় আট লাখ ১৭ হাজার মানুষের বসবাস। ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বেশ কয়েকধরনের সংস্কৃতির সন্নিবেশ ঘটেছে ওয়েনাডে।

ভূমিধসে নিহত এক ব্যক্তির মরদেহ নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি
ভূমিধসে নিহত এক ব্যক্তির মরদেহ নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি

প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানান, প্রাদেশিক সেনাবাহিনীর ১২২ ইনফ্যানট্রি ব্যাটালিয়নের সেনারা উদ্ধারকাজে সহায়তা করছেন।

এ ছাড়া, থিরুভানথুপুরাম ও বেঙ্গালুরু থেকেও সেনাবাহিনীর বেশ কয়েকটি ইউনিট সড়ক ও আকাশপথে কেরালার উদ্দেশে রওনা হয়েছে।

 

Comments

The Daily Star  | English
gold price hike in Bangladesh

Why gold costs more in Bangladesh than in India, Dubai

According to market data, gold now sells for $1,414 per bhori in Bangladesh, compared to $1,189 in India, $1,137 in Dubai

1h ago