কানাডায় ভারতীয় নাগরিকদের ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার নির্দেশনা দিল্লির

কানাডায় ভ্রমণকারী বা বসবাসকারী ভারতীয় নাগরিকদের ‘সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের’ আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এপি

কানাডায় ভ্রমণকারী বা বসবাসকারী ভারতীয় নাগরিকদের 'সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের' আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

আজ বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উভয় দেশ একে অপরের কূটনীতিককে বহিষ্কার করার পাশাপাশি নিজেদের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার একদিন পর এ আহ্বান জানায়।

কানাডা বলছে, তারা শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার বিষয়ে 'বিশ্বাসযোগ্য অভিযোগের' তদন্ত করছে। 

তবে ভারত দৃঢ়ভাবে এ অভিযোগ অস্বীকার করে বলেছে যে, এ ধরনের অভিযোগ একেবারেই 'অযৌক্তিক'।

বিশ্লেষকরা বলছেন, দেশ দুটির সম্পর্ক এখন সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, কানাডায় ক্রমবর্ধমান ভারত-বিরোধী কার্যকলাপ, ঘৃণামূলক অপরাধকে রাজনৈতিকভাবে ক্ষমা করা এবং অপরাধমূলক সহিংসতার পরিপ্রেক্ষিতে তারা দেশটিতে ভ্রমণকারী বা বসবাসকারী ভারতীয় নাগরিকদের উদ্দেশে এই সতর্কতা জারি করেছে।

 

Comments