ইসরায়েলে নিহত বেড়ে ৩৫০, ফিলিস্তিনে ৩১২

ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ
দক্ষিণ গাজার খান ইউনিস অঞ্চলে ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া মসজিদ। ছবি: ৮ অক্টোবর, রয়টার্স

ফিলিস্তিনের সংগঠন হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে হামলা, পাল্টা হামলার ঘটনা চলছে। সিএনএন জানিয়েছে, হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ জনে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাতে প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার হামলার পর থেকে এ পর্যন্ত সাড়ে তিনশ ইসরায়েলি নিহত হয়েছেন।

আজ রোববার এক ব্রিফিংয়ে আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাড. ড্যানিয়েল হাগারি এ কথা জানান।

অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় দুই হাজার মানুষ।

রোববার বাংলাদেশ সময় দুপুরে গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

এপি জানায়, নিহতদের মধ্যে ২০ জন শিশু।

গতকাল শনিবার ফিলিস্তিনের সংগঠন হামাস গত কয়েক বছরের মধ্যে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বড় হামলা চালায়। জিম্মি করা হয়েছে অনেককে।

Comments

The Daily Star  | English

Tk 2 for a day's labour: Prisons chief pushes to reform inmate pay

"This is why prison-made products are so cheap. But this also makes inmates lose interest in work"

45m ago