ইসরায়েলে এখনই সেনা পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র

কিরবি বলেন, ‘ইসরায়েলে সেনা পাঠানোর কোনো ইচ্ছা নেই মার্কিন সরকারের। তবে এ অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষা করা হবে।’
ছবি: রয়টার্স

সামরিক সহায়তা হিসেবে ইসরায়েলকে রণতরি-যুদ্ধবিমান দেওয়ার কথা জানালেও এখনই কোনো সেনা পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিরবি বলেন, 'ইসরায়েলে সেনা পাঠানোর কোনো ইচ্ছা নেই মার্কিন সরকারের। তবে এ অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষা করা হবে।'

তিনি আরও বলেন, 'ইসরায়েল আরও নিরাপত্তা চাইতে পারে। যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব তা পূরণ করার চেষ্টা করবে।'

গত শনিবার গাজা থেকে ইসরায়েলের দিকে অন্তত ৫ হাজারের বেশি রকেট ছোড়া হয়। পাশাপাশি ইসরায়েলের ভেতরে ঢুকেও হামলা চালায় ফিলিস্তিনি সংগঠন হামাস।

এর জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

হামাসের হামলায় এর আগে ইরানের 'সংশ্লিষ্টতার' কথা শোনা গেলেও, তা নাকচ করে দিয়েছেন জন কিরবি।

তিনি জানান, ইরান এ হামলার সঙ্গে সরাসরি জড়িত এমন শক্ত এবং বাস্তব প্রমাণ দেখতে পায়নি যুক্তরাষ্ট্র।

ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামাসকে অতর্কিত হামলার প্রস্তুতিতে ইরান সহায়তা করেছে।

Comments