যুক্তরাষ্ট্র কেন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে বুঝতে পারছি না: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরায়েলে যা ঘটছে তা 'ভয়ঙ্কর'। তবে দেশটিতে হামলার পেছনে ইরান জড়িত নয়।

তিনি উভয় পক্ষকে বেসামরিক মৃত্যু হ্রাসের আহ্বান জানিয়েছেন।

মস্কোতে এক সম্মেলনে দেওয়া বক্তব্যে উত্তেজনা ছড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন পুতিন।

ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক সহায়তা পাঠানোর কথা উল্লেখ করে তিনি বলেন, 'আমি বুঝতে পারছি না- যুক্তরাষ্ট্র কেন এ অঞ্চলে তার বিমানবাহী রণতরী পাঠাচ্ছে।'   

ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে ইরানের জড়িত থাকার অভিযোগকে 'ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছেন তিনি। 

বিবিসি জানায়, এটি স্মরণে রাখা দরকার যে, ইরানের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ইরানকে রাশিয়ার শীর্ষ সামরিক সমর্থক হিসেবে বিবেচনা করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরান ইসরায়েলে হামাসের হামলা উদযাপন করলেও গতকাল দেশটির সর্বোচ্চ নেতা এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। 

তেহরান বহু বছর ধরে হামাসের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। তারা সংগঠনটিকে আর্থিক সহায়তা এবং অস্ত্র সরবরাহ করে থাকে।

এদিকে পোল্যান্ডের প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল সংকট থেকে লাভবান হতে পারেন পুতিন। তার ধারণা, এর কারণে ইউক্রেন যুদ্ধ থেকে ফোকাস সরে যেতে পারে। 

যদিও যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস বলেছেন, ইউক্রেন যুদ্ধ থেকে ফোকাস সরে যাওয়ার 'কোনো সম্ভাবনা' নেই।

গত মঙ্গলবার মস্কোতে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে বৈঠককালে পুতিন বলেছিলেন, ইসরায়েল-গাজা সংঘাত ওয়াশিংটনের 'মধ্যপ্রাচ্য নীতির ব্যর্থতাকে' তুলে ধরছে। 

একইসঙ্গে তিনি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা 'জরুরি' বলেও মন্তব্য করেন।

Comments

The Daily Star  | English
gopalganj violence latest update

25 arrested so far in connection with Gopalganj violence: home adviser

"The agencies had information, but not about the extent of the violence"

1h ago