সিরিয়ার দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় হামাসের সঙ্গে সংঘাতের মধ্যেই সিরিয়ার দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা'র বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ খবর জানায় বিবিসি।

তাৎক্ষণিকভাবে বিবিসি এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি।

সানা'র প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল। এতে বিমানবন্দর দুটির কার্যক্রম বন্ধ রয়েছে।

এ ঘটনার পর সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

যুক্তরাজ্য-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, আলেপ্পোতে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

তবে বিবিসি স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।

বিবিসি জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিরিয়া সফরের একদিন আগে এই হামলার খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, উভয় দেশই ইসরায়েলের প্রকাশ্য শত্রু এবং ইরান দীর্ঘদিন ধরে হামাসকে সমর্থন করে আসছে।

ইসরায়েল প্রায়ই সিরিয়ায় ইরান এবং লেবাননের সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুক্ত লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করে, তবে খুব কমই হামলার কথা স্বীকার করে।

Comments

The Daily Star  | English

Govt to expedite hiring of 40,000 for public sector

The government has decided to expedite the recruitment of 6,000 doctors, 30,000 assistant primary teachers, and 3,500 nurses to urgently address the rising number of vacancies in key public sector positions.

8h ago