প্রখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা দারিউস মেহেরজুই ও তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

তেহরানে ২০১৫ সালে একটি বিয়ের অনুষ্ঠানে দারিউস মেহেরজুই ও তার স্ত্রী ভাহিদিয়া মোহাম্মাদি। ছবি: এএফপি

ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা দারিউস মেহেরজুই ও তার স্ত্রী ভাহিদিয়া মোহাম্মাদিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তেহরানে বাড়ির পাশেই তাদের মরদেহ পড়ে ছিল।

৮৩ বছর বয়সী এই নির্মাতা ইরানের চলচ্চিত্র অঙ্গনে নতুন একটি আন্দোলন তৈরি করেছিলেন। এই আন্দোলনে ১৯৬৯ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ছিল 'দ্য কাউ'।

ইরানের আলবোরজ প্রদেশের প্রধান বিচারপতি ফাজেলি হারিকান্দি জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে দারিউস মেহেরজুই ও তার স্ত্রীর ঘাড়ে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা হয়েছে।

আজ রোববার ইরানের একটি সংবাদপত্রে দারিউস মেহেরজুইয়ের স্ত্রীর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেছেন, তাকে হুমকি দেওয়া হয়েছে এবং তাদের বাড়িতে চুরির উদ্দেশে কেউ প্রবেশ করেছিল।

তবে এ ব্যাপারে দারিউস দম্পতি কোনো আইনি ব্যবস্থা নেননি বলে জানান বিচারপতি ফাজেলি হারিকান্দি।

দ্য কাউ ছাড়াও তার পরিচালিত বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে আছে মিস্টার গালিবেল (১৯৭০), দ্য সাইকেল (১৯৭৭), দ্য টিনেন্টস (১৯৮৭), হামুন (১৯৯০), সারা (১৯৯৩), পারি (১৯৯৫) এবং লায়লা (১৯৯৭)।

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

1h ago