আন্তর্জাতিক

ফিলিস্তিনি শরণার্থীদের জর্ডান ও মিশরে ঢুকতে দেওয়া হবে না: জর্ডানের রাজা

ইসরায়েলের হামলায় গাজার লাখ লাখ বাসিন্দা ইতোমধ্যে গৃহহীন হয়ে পড়েছেন। তবে চরম মানবিক পরিস্থিতিতে পড়া এসব ফিলিস্তিনি শরণার্থীদের প্রতিবেশী জর্ডান ও মিশরে আশ্রয় প্রদানে অপারগতার কথা জানিয়েছেন জর্ডানের রাজা আবদুল্লাহ।
বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে জর্ডানের রাজা আবদুল্লাহর যৌথ সংবাদ সম্মেলন। ছবি: রয়টার্স

ইসরায়েলের হামলায় গাজার লাখ লাখ বাসিন্দা ইতোমধ্যে গৃহহীন হয়ে পড়েছেন। তবে চরম মানবিক পরিস্থিতিতে পড়া এসব ফিলিস্তিনি শরণার্থীদের প্রতিবেশী জর্ডান ও মিশরে আশ্রয় প্রদানে অপারগতার কথা জানিয়েছেন জর্ডানের রাজা আবদুল্লাহ।

তিনি বলেছেন, তার দেশ ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ করতে প্রস্তুত নয়।

আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ মঙ্গলবার বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জর্ডানের রাজা বলেন, 'জর্ডানে ও মিশরে কোনো শরণার্থী থাকবে না।'

'এটি একটি রেডলাইন, কারণ আমি মনে করি যে- এটি কিছু সাধারণ সন্দেহভাজনদের দ্বারা এই ইস্যুতে কার্যত সমস্যা তৈরির চেষ্টা এবং পরিকল্পনা। গাজার মানবিক সংকট গাজার ভেতরেই সমাধান করা উচিত', বলেন তিনি।

Comments