কনসার্ট হলে হামলা

মস্কোয় নিহত বেড়ে ১১৫, আটক ৪ ‘হামলাকারী’ 

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাশিয়ার মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে।

রাশান ইনভেস্টিগেটিভ কমিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। 

রুশ গণমাধ্যমে বলা হয়, এফএসবি সিকিউরিটি সার্ভিসের প্রধান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন যে, এ ঘটনায় আটক ১১ জনের মধ্যে চারজন হামলায় সরাসরি জড়িত ছিলেন।

গতকাল শুক্রবার রাতে ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে আইএস-কে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। 

আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসের সবচেয়ে সক্রিয় আঞ্চলিক সহযোগীর একটি 'ইসলামিক স্টেট খোরাসান' বা আইএস-কে।

ইরান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের অংশবিশেষ নিয়ে গঠিত খোরাসান অঞ্চলে (পুরোনো নাম) সক্রিয় রয়েছে গোষ্ঠীটি।

২০১৪ সালের শেষ দিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলে এর আবির্ভাব। চূড়ান্ত পর্যায়ের নৃশংসতা দেখিয়ে দ্রুতই বিশ্বজুড়ে আলোচনায় আসে গোষ্ঠীটি।

 

Comments