হামাস যুদ্ধবিরতিতে রাজির পরও রাফায় ইসরায়েলের হামলা

ফিলিস্তিন সিভিল ডিফেন্স জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে দিকে এসব হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলের হামলার সতর্কতা পেয়ে রাফাহ ছেড়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা। ছবি: রয়টার্স

হামাস যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার পরও দক্ষিণ গাজার রাফায় ভারী বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বহু হতাহত হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

ফিলিস্তিন সিভিল ডিফেন্স জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে দিকে এসব হামলা চালায় ইসরায়েল।

তাদের এক বিবৃতিতে বলা হয়, রাফায় গতরাতে ইসরায়েলি বোমাবর্ষণে বিধ্বস্ত কয়েকটি বাড়ির ধ্বংসস্তূপের ভেতর থেকে বেশ কয়েকজনের মরদেহ এবং আহত কয়েকজনকে বের করে আনতে সক্ষম হয়েছেন সিভিল ডিফেন্স দলের সদস্যরা।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফা জানায়, রাফায় ইসরায়েলের দুটি হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

রাফায় চালু থাকা কুয়েত হাসপাতাল তাদের ফেসবুকে জানিয়েছে, মঙ্গলবার ভোরে তাদের কাছে ১১ জনের মরদেহ নিয়ে আসা হয়েছে।

কাতার ও মিসরের মধ্যস্থতায় গতকাল গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস। তবে ইসরায়েল এই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়নি। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস যে প্রস্তাবে সম্মতি দিয়েছে তাতে ইসরায়েলের দাবিগুলো পূরণ হয়নি।

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা রাফায় অভিযান চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলেও সেসময় জানান নেতানিয়াহু। 

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

24m ago