হজ ভিসায় শুধু যাওয়া যাবে মক্কা, মদিনা ও জেদ্দা: সৌদি আরব

২০২৪ সালে হজ ভিসায় হজযাত্রীরা কেবল পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালনের অনুমতি পাবেন
ফাইল ছবি এএফপি

হজ ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। যেখানে উল্লেখ করা হয়েছে ভিসা কেবল জেদ্দা, মদিনা এবং মক্কা ভ্রমণের অনুমতি দেবে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, ২০২৪ সালে হজ ভিসায় হজযাত্রীরা কেবল পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালনের অনুমতি পাবেন।

মন্ত্রণালয় জানায়, এই ভিসা কেবল জেদ্দা, মদিনা এবং মক্কা শহরের মধ্যে ভ্রমণে অনুমতি দেবে।

নির্ধারিত তিন শহরের বাইরে এই ভিসা বৈধ হবে না। কাজের জন্য কিংবা দেশটিতে বসবাসের জন্য এই ভিসা কাজ করবে না।

এই ভিসা শুধুমাত্র হজ মৌসুমের জন্য বৈধ হবে বলেও জানানো হয়েছে।

বিধিনিষেধ লঙ্ঘন করলে ওই ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে হজে অংশ নিতে সম্ভাব্য নিষেধাজ্ঞায় পড়তে পারেন বলেও জানানো হয়েছে।

Comments