পর্ন তারকাকে ঘুষের মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্প

আদালতের বিচারক আগামী ১১ জুলাই সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন।
আদালতে ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে নিউইয়র্কের একটি আদালতে।

বৃহস্পতিবার ১২ জুরির উপস্থিতিতে আদালত ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন। এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় দোষী হয়ে সাজা পেতে যাচ্ছেন।

আদালতের বিচারক জুয়ান মার্চান আগামী ১১ জুলাই সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই সম্পর্কের বিষয়ে স্টর্মির মুখ বন্ধ রাখতে ট্রাম্প আইনজীবীর মাধ্যমে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন। 

এ অভিযোগে নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ উত্থাপন করা হয়। আদালতে সবগুলো অভিযোগে ট্রাম্প দোষী সাব্যস্ত হয়েছেন।

এ ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৪ বছরের জেল হতে পারে।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প (৭৭) অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন।

নিজেকে নির্দোষ দাবি করে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, 'এটি অপমানজনক। এটি একটা সাজানো মামলা, যেটি পরিচালনা করেছেন একজন দুর্নীতিবাজ বিচারক।'

 

Comments

The Daily Star  | English

Yunus holds brief meeting with Malaysian PM at Dhaka airport

Following the meeting, they boarded the same car to travel to the bilateral venue

2h ago