তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে দাবানলে মৃত ৫, আহত অন্তত ৪৪

তুরস্কের দাবানলে পাঁচ জন মারা গেছেন। ছবি: ইউটিউব ভিডিও থেকে স্ক্রিনশট

তুরস্কের কুর্দি অধ্যুষিত দক্ষিণ-পূর্বাঞ্চলে দাবানলে পাঁচ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৪৪ জন।

আজ শুক্রবার তুরস্কের স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, দিয়ারবাকির ও মারদিন শহরের মাঝে অবস্থিত দুটি এলাকায় দাবানলে পুড়ে 'পাঁচ জন মারা গেছেন ও আরও ৪৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।'

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে রাতে বিশাল আকারের অগ্নিকুণ্ড জ্বলতে দেখা গেছে। সঙ্গে আকাশে বড় কালো ধোঁয়ার মেঘও দেখা গেছে এসব ছবিতে।

কোচা জানান, ঘটনাস্থলে চারটি জরুরি সেবাদাতা দল ও ৩৫টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, বৃহস্পতিবার দিনের শেষে দিয়াবাকিরের ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি জায়গায় আগুনের সূত্রপাত ঘটে। জোরালো বাতাসের কারণে তা দ্রুত পাঁচটি গ্রামে ছড়িয়ে পড়ে দাবানলের আকার ধারণ করে।

'দুর্ভাগ্যজনকভাবে দিয়ারবাকিরের তিনজন ও মারদিনের দুইজন প্রাণ হারিয়েছেন', যোগ করেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Complete polls preparations by December: Yunus

Asks to review if those who served as polling officers in past three elections shall not be assigned the same roles again

24m ago