উড়োজাহাজ থামার আগে উঠে দাঁড়ালে গুনতে হবে জরিমানা 

টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ছবি: রয়টার্স

উড়োজাহাজ অবতরণের আগে উঠে দাঁড়ানো কিংবা ব্যাগ নামানোর জন্য তাড়াহুড়া করার অভ্যাস যদি আপনার থাকে, তবে তুরস্ক ভ্রমণে যাওয়ার আগে সেই স্বভাব বদলানোই ভালো হবে। 

নতুন এক আইন অনুযায়ী, তুরস্কে অবতরণের সময় উড়োজাহাজ থামার আগে অথবা সিটবেল্ট সাইন বন্ধ হওয়ার আগে আসন ছেড়ে উঠে দাঁড়ালেই মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে যাত্রীদের। 

তুরস্কের গণমাধ্যমের বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সাম্প্রতিক সময়ে উড়োজাহাজ থামার আগেই যাত্রীদের উঠে দাঁড়ানোর প্রবণতা অনেক বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আগামী মাস থেকে এই নিয়ম চালু হবে।

তুরস্কের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নতুন এই নিয়মে বলা হয়েছে, উড়োজাহাজ একেবারে থেমে যাওয়ার আগে দাঁড়ানো যাবে না বা ওভারহেড লকার খোলা যাবে না। 

নিয়মভঙ্গের জন্য যাত্রীদের জরিমানা করা হবে। 

তুরস্কের গণমাধ্যমের তথ্যমতে, জরিমানার পরিমাণ হতে পারে ৭০ মার্কিন ডলার। 

তবে কর্তৃপক্ষের নির্দেশনায় জরিমানার নির্দিষ্ট কোনো অঙ্ক উল্লেখ করা হয়নি।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সংখ্যা 'আশংকাজনক হারে বেড়ে গেছে'। যাত্রীদের অভিযোগ, অনেকেই নিয়ম ভেঙে উড়োজাহাজ থামার আগেই আসনের ওপরের লকার থেকে তাদের সঙ্গে থাকা হ্যান্ড লাগেজ টেন বের করতে শুরু করেন। 

এই আচরণ নিয়ন্ত্রণে আনতেই জরিমানা বিধান চালু হচ্ছে। 
 
বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, এখন থেকে সব বাণিজ্যিক উড়োজাহাজ সংস্থাকে ফ্লাইট চলাকালীন সময়েই যাত্রীদের উদ্দেশে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে, সিটবেল্ট সাইন নিভে না যাওয়া পর্যন্ত কেউ দাঁড়াতে পারবেন না বা ওভারহেড লকার খুলে লাগেজ নিতে পারবেন না।

নিয়ম অমান্যকারীদের বিষয়ে উড়োজাহাজ সংস্থাগুলোকে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিতে হবে, যা বাধ্যতামূলক। যাত্রী যদি নিয়ম ভাঙেন, তাহলে তা আইন লঙ্ঘনের পর্যায়ে পড়বে এবং তার বিরুদ্ধে জরিমানা কার্যকর করতে হবে।

ইউরো নিউজের তথ্যমতে, তুরস্কের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা টার্কিশ এয়ারলাইন্স তাদের অবতরণের পর দেওয়া ঘোষণায় ইতোমধ্যে পরিবর্তন এনেছে।

টার্কিশ এয়ারলাইন্সের বরাত দিয়ে টিভি নেটওয়ার্ক জানায়, যেসব যাত্রী সিটবেল্ট সাইন নিভে যাওয়ার আগেই উঠে দাঁড়াবেন বা ওভারহেড লকার খুলবেন, তাদের বিরুদ্ধে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হবে। পাশাপাশি তাদেরকে জরিমানা করা হবে।

হয়তো জরিমানা আরোপে কমবে এই বিরক্তিকর ও প্রায় ক্ষেত্রে বিপজ্জনক এই বদভ্যাস। অনেক সময়ই উড়োজাহাজ থেমে যাওয়ার আগে লাগেজ টানাটানি করতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা—মাথায় ব্যাগের আঘাত পাওয়ার মতো ঘটনাও ঘটে অহরহ। পাশাপাশি উড়োজাহাজের দরজা খোলার আগেই অনেক যাত্রী দাঁড়িয়ে থাকায় তৈরি হয় বিশৃঙ্খলা।

Comments

The Daily Star  | English

HRSS calls 2024 'one of Bangladesh's deadliest'

Rights group calls for enhanced safeguards for women, children and minorities

1h ago