কেরালায় ভূমিধসে মৃত অন্তত ২৪

দুর্গত এলাকার একটি সেতু ধসে পড়ায় উদ্ধার কার্যক্রম বিঘ্নিত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে।
ওয়েনাডে ভূমিধসে প্রাণ হারানো এক ব্যক্তির মরদেহ সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স
ওয়েনাডে ভূমিধসে প্রাণ হারানো এক ব্যক্তির মরদেহ সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

ভারতের কেরালা অঙ্গরাজ্যের ওয়েনাড জেলার পার্বত্য অঞ্চলে আজ মঙ্গলবার সকালে কয়েকবার ভূমিধসের ঘটনায় অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দুর্গত এলাকার একটি সেতু ধসে পড়ায় উদ্ধার কার্যক্রম বিঘ্নিত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে।

রাজ্যের বনমন্ত্রী এ কে শশীন্দ্রন রয়টার্সকে বলেন, কেরালার ওয়েনাড জেলায় ভূমিধস পরিস্থিতি গুরুতর হয়ে পড়েছে। স্থানীয় সরকার সংশ্লিষ্ট সব সংস্থাকে উদ্ধারের কাজে নিযুক্ত করছে।

এই জেলার সঙ্গে সবচেয়ে কাছের শহর চুরালমালার সংযোগ স্থাপনকারী সেতুটি ধসে পড়লে সেনাবাহিনীকে অস্থায়ী সেতু নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান শশীন্দ্রন।

হাজারো মানুষ সেখানে আটক পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী রিনা জর্জ পিটিআইকে বলেন, 'এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে আমরা ২৪ জনের মরদেহের সংবাদ পেয়েছি।'

'আরও অনেকে আহত হয়েছে। তারা জেলা হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন', যোগ করেন তিনি। 

টিভিতে প্রচারিত ভিডিওতে কাদাযুক্ত পানিতে পাথর ও ভেঙে পড়া গাছে ভেসে যেতে দেখা গেছে। অনেক বাড়িও ধ্বংস হয়েছে।

উদ্ধার কার্যক্রমের সঙ্গে জড়িত এক ব্যক্তি রয়টার্সকে জানান, এ অঞ্চলে অন্তত তিনবার ভূমিধসের ঘটনা ঘটেছে।

ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসমতে, আজও দিনভর কেরালায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কেরালার মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, উদ্ধারকাজে সাহায্য করতে বিমানবাহিনীর দুইটি হেলিকপ্টার কেরালায় এসে পৌঁছেছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহসেন শাহেদি জানান, এ অঞ্চলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।

Comments