গাজা-পশ্চিম তীরে চিকিৎসা অবকাঠামোর ওপর ১০ মাসে হাজারো ইসরায়েলি হামলা

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয় গাজা সিটির আল-শিফা হাসপাতাল। ফাইল ছবি: রয়টার্স (২ এপ্রিল, ২০২৪)
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয় গাজা সিটির আল-শিফা হাসপাতাল। ফাইল ছবি: রয়টার্স (২ এপ্রিল, ২০২৪)

হামাসকে নির্মূলের উদ্দেশ্যে গত ১০ মাস ধরে ফিলিস্তিনের গাজা ও অধিকৃত পশ্চিম তীরে নির্বিচার ও গণহত্যামূলক হামলা চালাচ্ছে ইসরায়েল। এর অংশ হিসেবে চিকিৎসাকেন্দ্রগুলোতে এক হাজারেরও বেশিবার হামলা হয়েছে।

আজ রোববার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

চিকিৎসকদের অধিকার সংস্থা ফিজিশিয়ান্স ফর হিউম্যান রাইটস (পিএইচআর) জানিয়েছে, মানব ইতিহাসের অন্য যেকোনো ১০ মাসব্যাপী সশস্ত্র সংঘাতে এতো বেশিবার চিকিৎসা অবকাঠামোর ওপর হামলা আসেনি।

পিএইচআরের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা গবেষক হুসাম আল-নাহাস বলেন, 'ডাক্তার, রোগী, ক্লিনিক ও অন্যান্য স্বাস্থ্যসেবা অবকাঠামোর ওপর এক হাজারেরও বেশি হামলায় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নজিরবিহীন গণস্বাস্থ্য সঙ্কট দেখা দিয়েছে। এই অশুভ মাইলফলকের ধারে কাছেও পৌঁছাতে পারেনি অন্য কোনো (সংঘাতের) উদাহরণ। এ অঞ্চলে স্বাস্থ্যসেবার ওপর যে মাত্রায় আক্রমণ করা হয়েছে, তা নজিরবিহীন।'

ইসরায়েলি বিমানহামলায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায় গাজা সিটির আল-আহলি হাসপাতাল। ফাইল ছবি: রয়টার্স (১৮ অক্টোবর, ২০২৩)
ইসরায়েলি বিমানহামলায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায় গাজা সিটির আল-আহলি হাসপাতাল। ফাইল ছবি: রয়টার্স (১৮ অক্টোবর, ২০২৩)

'এগুলো শুধু ইট-পাথরের স্থাপনার ওপর হামলাই নয়, বরং নারী, পুরুষ, ছেলে ও মেয়েদের কাছ থেকে হাসপাতালের শয্যা, জরুরি ওষুধ, শল্যচিকিৎসা পাওয়া ও নিজের জীবন বাঁচানোর সুযোগ কেড়ে নেওয়ার পদক্ষেপ', যোগ করেন তিনি।

নিউইয়র্ক ভিত্তিক সংস্থাটি ফিলিস্তিনের স্বাস্থ্যসেবা অবকাঠামোর ওপর হামলার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে এবং ইসরায়েলকে হুশিয়ারি দিয়েছে, এ ধরনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘণ হতে পারে।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। এই হামলায় এক হাজার ১৯৭ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ।

হামাসের হাতে জিম্মি হন ২৫১ জন মানুষ, যাদের ১১১ জন এখনো গাজায় আটক আছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, জিম্মিদের মধ্যে ৩৯ জন ইতোমধ্যে নিহত হয়েছেন।

সেদিন থেকেই গাজায় নির্বিচার ও প্রতিশোধমূলক গণহত্যা শুরু করেছে ইসরায়েল। এই হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৯ হাজার ৫৫০ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ৯১ হাজার ২৮০ জন মানুষ। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু।

Comments

The Daily Star  | English
Binimoy platform suspended by Bangladesh Bank

BB suspends Binimoy over irregularities

During the previous AL govt, it was developed by the IDEA under the ICT Division at a cost of Tk 65 crore.

11h ago