১ হাজার বর্গকিলোমিটার রুশ ভূখণ্ড দখলের দাবি ইউক্রেনের

কমান্ডার অলেকসান্দর সিরস্কি জানান, ইউক্রেন সাত দিন ধরে কুরস্ক অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে।
রুশ সীমান্তে ইউক্রেনের সাঁজোয়া যান। ছবি: রয়টার্স
রুশ সীমান্তে ইউক্রেনের সাঁজোয়া যান। ছবি: রয়টার্স

ইউক্রেনের শীর্ষ কমান্ডার দাবি করেছেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর দখলে রয়েছে রাশিয়ার এক হাজার বর্গকিলোমিটার ভূখণ্ড। আড়াই বছরের যুদ্ধে এবারই প্রথম সরাসরি রুশ ভূখণ্ডে সফল হামলা চালাল কিয়েভ।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বিবিসি।

কমান্ডার অলেকসান্দর সিরস্কি জানান, ইউক্রেন সাত দিন ধরে কুরস্ক অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া অন্যদের কাছে যুদ্ধ নিয়ে গেছে এবং এখন সেটা তাদের কাছে ফিরে এসেছে।

রুশ নেতা ভ্লাদিমির পুতিন এই হামলাকে 'বড় ধরনের উসকানি' হিসেবে অভিহিত করেন এবং রুশ বাহিনীকে তাদের ভূখণ্ড থেকে 'লাথি দিয়ে শত্রুদের বের করে দেওয়ার' নির্দেশ দেন।

ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ সিরস্কির সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কি। ফাইল ছবি: রয়টার্স
ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ সিরস্কির সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কি। ফাইল ছবি: রয়টার্স

কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর অ্যালেক্সেই স্মিরনভ পুতিনের সঙ্গে এক বৈঠকে জানান, ঐ অঞ্চলের ২৮টি গ্রাম ও সংলগ্ন এলাকা ইউক্রেনের দখলে গেছে এবং ইতোমধ্যে ১২জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তিনি উল্লেখ করেন, 'পরিস্থিতি বেশ গুরুতর।'

ইউক্রেনীয় বাহিনী গত মঙ্গলবার এই অভিযান শুরু করে রুশ ভূখণ্ডের ৩০ কিলোমিটার ভেতরে (১৮ মাইল) ঢুকে পড়েছে।

তবে বিশ্লেষকরা ইউক্রেনের কমান্ডার-ইন-চিফের এক হাজার বর্গকিলোমিটার ভূখণ্ড দখলের দাবির বিষয়ে খানিকটা দ্বিমত প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্লেষণী সংস্থা ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের মতে, এই দাবি সঠিক নয়।

অ্যালেক্সেই স্মিরনভ জানান, পুতিন খোদ ইউক্রেনীয়দের কাছ থেকেই জেনেছেন যে তারা রুশ ভূখণ্ডের মাত্র ১২ কিমি ভেতরে প্রবেশ করেছে।

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের এই সাফল্যে সার্বিকভাবে দেশটির জনগণের মনোবল চাঙ্গা হয়েছে। তবে কেউ কেউ বলছেন, এই কৌশল ইউক্রেনের জন্য নতুন করে বিপদ ডেকে আনতে পারে।

নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন। ছবি: রয়টার্স
নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের এক জ্যেষ্ঠ সামরিক সূত্র নাম না প্রকাশের সূত্রে বিবিসিকে জানান, এমন একটি ঝুঁকি রয়েছে যে রাশিয়া তাদের নিজেদের ভূখণ্ডে হামলার প্রতিক্রিয়ায় অনেক রেগে যেতে পারে এবং ইউক্রেনের বেসামরিক মানুষ ও অবকাঠামোর ওপর হামলা দ্বিগুণ হতে পারে। 

পুতিন এক বৈঠকে বলেন, 'নি:সন্দেহে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল কাজ হল শত্রুকে আমাদের ভূখণ্ড থেকে বের করে দেওয়া।'

একই বৈঠকে তিনি ইউক্রেনকে 'উপযুক্ত জবাব' দেওয়ার অঙ্গীকার করেন।

স্মিরনভ জানান, আক্রান্ত এলাকা থেকে এক লাখ ২১ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হলেও আরও দুই হাজার রুশ নাগরিক সেখানে আছেন।

ইউক্রেনের হামলায় কুরস্কের এই ভবন ক্ষতিগ্রস্ত হয়। ছবি: রয়টার্স
ইউক্রেনের হামলায় কুরস্কের এই ভবন ক্ষতিগ্রস্ত হয়। ছবি: রয়টার্স

'তাদের ভাগ্যে কি ঘটেছে, তা আমাদের জানা নেই', যোগ করেন তিনি।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, হাজারো সেনা এই অভিযানে যোগ দিয়েছে। রাশিয়ার সীমান্ত রক্ষীরা এর আগে বলেছিল সেনার সংখ্যা এক হাজারের মতো।

Comments