গোলার বিনিময়ে কিমকে ঘোড়া পাঠালেন পুতিন

রুশ অরলভ ট্রটস্কি জাতের ঘোড়া কিমের খুবই পছন্দ। ফাইল ছবি: রয়টার্স
রুশ অরলভ ট্রটস্কি জাতের ঘোড়া কিমের খুবই পছন্দ। ফাইল ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ২৪টি উন্নত জাতের ঘোড়া উপহার দিয়েছেন। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত কামানের গোলার বিনিময়ে তিনি এই উপহার দিয়েছেন বলে জানা গেছে।

গতকাল রোববার এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।

'অরলভ ট্রটার' জাতের ঘোড়াগুলো রোববার রুশ প্রশাসনিক অঞ্চল প্রিমোরস্কি ক্রাইয়ের অপ্রশস্ত স্থল সীমান্তে এসে পৌঁছায়। এখান থেকে উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ রয়েছে রাশিয়ার।

জুনে দুই নেতা চুক্তিতে সাক্ষর করেন। ছবি: রয়টার্স
জুনে দুই নেতা চুক্তিতে সাক্ষর করেন। ছবি: রয়টার্স

রাশিয়ার একেবারে উত্তরে অবস্থিত এ অঞ্চলের পশুসম্পদ কর্তৃপক্ষ এক ঘোষণার বরাত দিয়ে দ্য টাইমস এই তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালানোর জন্য পুতিনকে কামানের গোলা পাঠিয়েছেন কিম জং। এই গোলার আংশিক মূল্য হিসেবে ১৯টি পুরুষ ঘোড়া ও ৫টি মাদী ঘোড়া এসেছে রাশিয়া থেকে।

দুই বছর ৩০টি অরলভ ট্রটার ঘোড়া পেয়েছিলেন কিম। বিভিন্ন সময় এই ঘোড়াগুলোর পিঠে চড়ে ছবি তুলেছেন কিম এবং সেগুলো সরকারি প্রচারণায় ব্যবহার হয়েছে।

ইতোমধ্যে, দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা প্রেসিডেন্ট পুতিনকে জুনে এক জোড়া পুংসান জাতের কুকুর পাঠিয়েছেন। দুই নেতা একই মাসে 'পূর্ণাঙ্গ অংশীদারিত্ব চুক্তি' সাক্ষর করেন। এরপর রুশ নেতা আগস্টে কিমকে ৪৪৭টি ছাগল পাঠান।

পিয়ংইয়ং সফরের সময় কিমের পোষা কুকুর আদর করছেন পুতিন। ছবি: রয়টার্স
পিয়ংইয়ং সফরের সময় কিমের পোষা কুকুর আদর করছেন পুতিন। ছবি: রয়টার্স

পরমাণু অস্ত্র ও ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র নির্মাণে বড় আকারে বিনিয়োগের পাশাপাশি উত্তর কোরিয়া ঘোড়সওয়ার বাহিনীর উন্নয়নেও যথেষ্ঠ বিনিয়োগ করেছে। ২০২০ থেকে ২০২৩ এর মধ্যে দেশটি রাশিয়া থেকে ছয় লাখ ডলার মূল্যমানের ঘোড়া আমদানি করেছে।

উত্তর কোরিয়ার মিরিম হর্স রাইডিং ক্লাবে কিমের ৩৮৬টি ছবি আছে, যেগুলোতে বিভিন্ন ভঙ্গিমায় ঘোড়ায় চড়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, কিমের কাছে ঘোড়াগুলোর সামরিক মূল্যের চেয়ে প্রতীকী মূল্য অনেক বেশি।

কিম বলেছেন, 'যুদ্ধে এখন আর ঘোড়ার দরকার পড়ে না, কিন্তু সামরিক বাহিনীর শক্তিমত্তা প্রকাশ করতে ঘোড়া খুবই গুরুত্বপূর্ণ প্রতীক।'

 

Comments

The Daily Star  | English

What are we building after dismantling the AL regime?

Democracy does not seem to be our focus today. Because if it were, then shouldn’t we have been talking about elections more?

4h ago